সংশোধনী – যমুনা টেলিভিশন (ইনভেস্টিগেশন৩৬০ ডিগ্রি) – ১৩ সেপ্টেম্বর ২০২৪
Sep 13, 2024
Sep 13, 2024
১৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে যমুনা টেলিভিশনের “ইনভেস্টিগেশন৩৬০ ডিগ্রি” অনুষ্ঠানের ৩৮০তম পর্বে প্রচারিত “ডিজিটাল ভুজুংভাজুং” শিরোনামে একটি প্রতিবেদনে কিছু অভিযোগের বিষয়ে সামিটটেকনোপলিস লিমিটেড বস্তুনিষ্ঠ বক্তব্য ও ব্যাখ্যা দিচ্ছে।
যেকোনো দেশে, সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার ক্ষেত্রে সামষ্টিক অর্থনীতি, ভূ-রাজনীতি, করপোরেশনগুলোর আঞ্চলিক ব্যবসায়িক কৌশলসহ বিভিন্ন বিষয়ের ওপর নির্ভরশীল। এ ছাড়া, বঙ্গবন্ধু হাই-টেক পার্ক চালুর পর দেশে বেশ কয়েকটি বেসরকারি হাই-টেক পার্কেরও অনুমোদন দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে বাংলাদেশের হাই-টেক পার্ক খাতটি বিগত কয়েক বছর ধরেই বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এ ছাড়া বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে প্রণোদনা নীতিমালায় ব্যত্যয় ঘটেছিল। এই বিষয়টি বিদেশি বিনিয়োগকারীদের বেশ বিভ্রান্ত ও নিরুৎসাহিত করেছে।
কিন্তু এই খাতে উদ্ভুত প্রতিবন্ধকতার জন্য ঢালাও ভাবে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া নেতিবাচকভাবে তুলে ধরলে এই খাতে কর্মরত লোকজন ও বিদেশী বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হতে পারে বলে আমরা মনে করি।
যমুনা টিভির প্রতিবেদনের বক্তব্যঃ“সামিট থেকে যে টাকাটা নেওয়ার কথা ছিল সেটি হচ্ছে ১ কোটি ৩০ লক্ষ টাকা। এখন পর্যন্ত যে যেটি হচ্ছে, যেটি পাওয়ার কথা, কিন্তু সেখানে সামিট মাত্র ১৯ লক্ষ টাকা বাংলাদেশ সরকারকে দিয়েছে। কিন্তু তারা নিজেরা আয় করেছে ৪৩কোটি টাকার মতো। এই বিষয়ে তাগাদা দিয়েও সামিট গ্রুপ থেকে টাকা আদায় করতে পারেনি হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।”
সামিট টেকনোপলিস লিমিটেডের বক্তব্যঃ ২০২০ সাল থেকে রেভিনিউ শেয়ারিং চুক্তি অনুযায়ী, সামিট টেকনোপলিস লিমিটেড, বাংলাদেশহাই-টেক পার্ক কর্তৃপক্ষকে মোট ১,৪৬,৭০,০০০ টাকা এবং ২,৬১,৮১৪ মার্কিন ডলার জমি লিজ ও স্পেস ভাড়া বাবদ পরিশোধ করেছে। উল্লেখ্য, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষকে ভাড়া পরিশোধ করা একটি চলমান প্রক্রিয়া এবং সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে সামিট টেকনোপলিসের কাছে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কোনো পাওনা নেই।
যমুনা টিভির প্রতিবেদনের বক্তব্যঃ“তারা (সামিট টেকনোপলিস) ৮ বছরে ভাড়া পেয়েছে ৪৩ কোটি টাকা। কিন্তু সরকার কত পেল?”
সামিট টেকনোপলিস লিমিটেডের বক্তব্যঃ বঙ্গবন্ধু হাই-টেক সিটি থেকে সামিট টেকনোপলিস লিঃ গত ৮ বছরে মোট ভাড়া পেয়েছে ২৮কোটি ৩২ লাখ ৬২ হাজার ৬০৭ টাকা। যার বিপরীতে ২০২০ সাল থেকে রেভিনিউ শেয়ারিং চুক্তি অনুযায়ী সামিট টেকনোপলিস লিঃ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষকে ১,৪৬,৭০,০০০ টাকা এবং ২,৬১,৮১৪ মার্কিন ডলার প্রদান করেছে।
সামিট টেকনোপলিস লিমিটেড সম্পর্কে যেকোনো তথ্য জানতেপ্রতিষ্ঠানটির ওয়েবসাইট (https://www.summittechnopolis.com) ভিজিট করতে পারেন। এ ছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।
Ref: https://www.youtube.com/watch?v=kL4YZjyxUOQ
Shorter version: https://youtu.be/sIl_USF0OBw?si=WzV50G1cU_QtE_ag